Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

o ডাঙ্গীপাড়া ইউনিয়নের ইতিহাস

বৃহত্তর দিনাজপুর জেলার হরিপুর থানার অর্ন্তগত  বকুয়া ধীরগন্জ হাট ইউপি ভবনটি ২নং বীরগড় ইউ,পি নামে পরিচিত  ছিল। গত ১৯৭৮ ইং সালে উক্ত ইউ,পি ভবনটি দুই ভাগে বিভক্ত হইয়া রনহাট্টা চৌরঙ্গী চৌরাস্তার ধারে ৪ নং  ডাঙ্গীপাড়া ইউ,পি নামে স্থাপিত করা হয়। অত্র ইউপি ভবনটি স্থাপন ব্যাপারে যে, সকল লোক সঠিক সহযোগিতা করেছেন তাদের নাম : জনাব- আলহাজ মজিবর রহমান, সাং- লহুচাঁদ, জনাব-আলহাজ নুরুল আমিন সরকার,সাং-লহুচাঁদ, জনাব- আলহাজ এমাজউদ্‌দীন সর্দার, সাং- দামোল,  জনাব- আলহাজ আলী আকবর, সাং- রনহাট্টা।