Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
পাতা

o খাল ও নদী

নদ-নদী

নদ-নদী

ঠাকুরগাঁওএর নদ-নদীগুলো নাগর ধরনের। টাঙ্গন, কুলিক ও নাগর নদী বিধৌত এ জনপদেরনদীসমূহ সাধারণত উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহমান। সারা বছর না হলেওবর্ষাকালে নদীগুলো যৌবন ফিরে পায়। প্রবল বন্যা সচরাচর দেখা যায় না। তবেঅঞ্চল বিশেষে অতি বর্ষায় বন্যা হয়ে থাকে। পীরগঞ্জ, হরিপুর ও ঠাকুরগাঁও সদরউপজেলায় নিম্ন জলাশয় রয়েছে। তবে শুষ্ক মৌসুমে এগুলো সম্পূর্ণ শুকনো থাকে।পলি জমে নদীর গতিপথ সমূহ ধীরে ধীরে সংকুচিত হয়ে পড়ছে। এ এলাকায় নদ-নদীছাড়াও অনেকগুলো খাল-বিল রয়েছে। বর্ষা মৌসুমে খাল-বিলে যথেষ্ট পানি থাকে।তবে শুষ্ক মৌসুমে অধিকাংশ খালই শুকিয়ে যায়। শুধুমাত্র বড় বিলগুলোর কিছু অংশজুরে পানি থাকে।

 

হরিপুরউপজেলার ৪ নং ডাংগীপাড়া ইউনিয়নের অন্যতম নদী নাগর নদী। নাগর নদী ভারত হতে উৎপন্ন হয়ে পঞ্চগড় জেলাদিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা থেকেবালিয়াডাঙ্গী উপজেলায় প্রবেশ করে ঠাকুরগাঁও এর পশ্চিম সীমান্ত দিয়েপ্রবাহিত হয়ে অবশেষে হরিপুর উপজেলা হয়ে পুনরায় ভারতে প্রবেশ করেছে। তীরনইনদী এবং নোনা খাল, যমুনা খাল ও জালুই খাল নামে কিছু উল্লেখযোগ্য খাল এইনদীতে মিশেছে। এদের মিলিত স্রোতধারা জেলার পশ্চিম অংশ দিয়ে প্রবাহিত হয়েথাকে।

 


Share with :

Facebook Twitter